

কলকাতায় পাকাপাকি বাস করার পরিকল্পনা পরীমণির?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩১ পিএম, ২ এপ্রিল,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০২:২৭ পিএম, ২৪ আগস্ট,রবিবার,২০২৫

দেশের গণ্ডি পেরিয়ে টলিউডে নাম লিখিয়েছেন পরীমণি। পাচ্ছেন একাধিক সিনেমার প্রস্তাব। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে যাতায়াত বেড়ে গেছে তার। তবে কি কলকাতায় পাকাপাকিভাবে থেকে যেতে চান পরী? সম্প্রতি এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে।
ভারতীয় সংবাদমাধ্যম পরীমণির কাছে জানতে চেয়েছিল, কলকাতায় আজকাল ঘন ঘন যাতায়ত হচ্ছে, এখানে পাকাপাকি বাস করার পরিকল্পনা আছে কি?
উত্তরে পরী বলেন, হ্যাঁ। প্রথম দিন এসেই বলেছিলাম এটা। কলকাতায় যে ভাবে চিত্রনাট্য পাচ্ছি, তাতে ইচ্ছে রয়েছে এখানে একটা বাড়ি কেনার। আমার তো ইচ্ছা, ছয় মাস দেশে কাজ করব, ছয় মাস কলকাতায় থাকব। প্রথম থেকেই মনে হতো, এখানে থাকতে পারলে কেমন হয়!
তবে বাসের ইচ্ছা থাকলেও শহরটা ভালো করে চেনেন না উল্লেখ করে নায়িকা বলেন, সেভাবে চিনি না। শুধু দুটি শপিং মল চিনি, ট্যাক্সিতে উঠলে বলতে পারব, ওইখানে নামিয়ে দাও। তবে মনে হয়, শুটিং করতে করতে চিনে যাব।