

প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:১০ এএম, ২৪ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৪:১৮ পিএম, ১৫ আগস্ট,শুক্রবার,২০২৫

বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল রবিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর উত্তরার রেড কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
চলচ্চিত্র প্রযোজক লিটন হাসমি বিষয়টি নিশ্চিত করেন।
আজ বেলা ১১টায় রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে মসজিদে প্রথম জানাযা হবে। বাদ জোহর দ্বিতীয় জানাযার পর বনানী কবরস্থানে দাফন হবে বলে জানা গেছে।
সত্তর দশকে ‘নাচের পুতুল’ প্রযোজনা করে সিনেমাতে আজিজুর রহমান বুলির আগমন। এরপর ১৯৮০ সালে ‘শেষ উত্তর’ সিনেমা দিয়ে নির্মাণে হাতেখড়ি হয় তার।
সবশেষ এ নির্মাতাকে দেখা গিয়েছিল ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায়। আজিজুর রহমান বুলির সিনেমায় শবনম, সোহেল রানা, জসীম, ইলিয়াস কাঞ্চন, শাবানা, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতা, রোজিনা ছাড়াও অভিনয় করেছেন ভারতের শতাব্দী রায় ও রঞ্জিত মল্লিকের মতো তারকারা।