

অভিনেতা সাগর হুদা মারা গেছেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৪৫ এএম, ৩১ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৪২ এএম, ১৭ আগস্ট,রবিবার,২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।
গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে তিনি স্ট্রোক করেছিলেন বলে জানা যায়। একদিন পরেই তার মৃত্যু হয় তার। আজ বুধবার (৩১ আগস্ট) নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ফেসবুকে মৃত্যুর খবরটি জানান।
বান্নাহ ফেসবুকে লেখেন, ‘সাগর ভাই আল্লাহর কাছে চলে গেলেন! আমি বোঝাতে পারব না আমার ঠিক কেমন বুকফাটা কষ্ট হচ্ছে। উনি শুধুই একজন ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন একজন পরম পরোপকারী শুদ্ধ মনের ভালো মানুষ। আমার ভাই সাগর ভাই আপনি আল্লাহর কাছে থাকুন কিছুদিন, আমিও আসছি ভাই।’
সাগর হুদা নিয়মিত নাটকে অভিনয় করতেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘আক্কেল সেলামি’, ‘শুক্রবার’ ইত্যাদি।