

আসছে আমির খানের ৪ সিনেমা, এক ওয়েব সিরিজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৪৪ এএম, ১২ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৩৫ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

গত তিন দশক ধরে বলিউড মাতিয়ে রাখার কাজটি করে যাচ্ছেন সদর্পে। যে কোনো চরিত্রে মানানসই এই অভিনেতা। তার অভিনয় দক্ষতার জন্য বলিউডের 'মিস্টার পারফেক্টশনিস্ট' উপাধিটিও অর্জন করে নিয়েছেন। অভিনয় ও ক্যারিয়ার উভয়ক্ষেত্রেই তিনি নিখুঁত। অনবদ্য অভিনয় আর চমৎকার বাচনভঙ্গি তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়, এ কথা সবার জানা।
যদিও মাঝে সংসার-বিচ্ছেদ নিয়ে বেশ আলোচনায় ছিলেন। অনেক কাজ নয়, বরং সারা বছর শুটিং করে ধামাকা নিয়ে আসাই যেন আমিরের প্রধান বৈশিষ্ট্য। ২০০১ সালে ‘লগান’ ছবির বিশ্বব্যাপী সাফল্যের পর তিনি সিনেমাজগৎ থেকে চার বছরের জন্য বিরতি নেন। এরপর ‘ফানা’ ও ‘রং দে বাসান্তি’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যায় আমিরকে।
‘তারে জমিন পর’ ছবির মাধ্যমে পরিচালনার জগতেও প্রথম পা রাখেন তিনি। এরপর থ্রি ইডিয়টস, ‘পিকে’, ‘গজনি’র মতো অনেক ছবিতে অভিনয় করেন আমির। ২০১৮ সালে ‘থাগস অব হিন্দোস্তান’ বড়পর্দায় মুক্তি পেয়েছিল। কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়েছিল এই ছবি। এরপরে আমির আবার চার বছরের জন্য বিরতি নিয়েছিলেন। কিন্তু এই সাময়িক বিরতির পর তিনি আবার বড়পর্দায় ফিরছেন।
শুধু তাই নয়, সামনের ১৭ মাসে আমির অভিনীত চারটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এমনকি প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন আমির। ‘প্রীতম পেয়্যারে’ নামক ওয়েব সিরিজে একটি গানের দৃশ্যে শ্যুটিংয়ের জন্য রাজস্থানে গিয়েছিলেন আমির। এই সিরিজে আমিরপুত্রকেও প্রথম অভিনয় করতে দেখা যাবে। আগস্ট মাসেই মুক্তি পেতে চলেছে ‘লাল সিং চড্ডা’।
অভিনেত্রী রেবতীর পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘সালাম ভেঙ্কি’। নারী চরিত্রকেন্দ্রিক এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কাজল। কাজলের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আমির খানকেও। ধোবি ঘাট’ মুক্তির প্রায় দশ বছর পর আবার আমির-কিরণ একসঙ্গে কাজ করতে চলেছেন ‘টু ব্রাইডস’ নামের হিন্দি ছবিতে। বিবাহবিচ্ছেদের পর আমির-কিরণের প্রথম কাজ এটি। ২০২২ সালেই সিনেমাটি মুক্তি পেতে চলেছে বলে শোনা যাচ্ছে।