

আদালতে পরীমণি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১২ পিএম, ১৯ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৩২ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

ঢাকার বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে এ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।
কিছুক্ষণের মধ্যে চার্জের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।
মামলার বাদী চিত্রনায়িকা পরীমণি মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ নম্বর আদালতে আসেন। পরীমণির উপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।
গত বছরের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি।