

জায়েদ খানকে বয়কট চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:১৪ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০১:৪৭ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতারা। এসব সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ শনিবার (৫ মার্চ) এসব সংগঠনের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তাদের ভোটার ছাড়া কেউ এফডিসিতে প্রবেশ করতে পারেননি। যা ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার জন্য অশোভন ও অপমানজনক। এ ঘটনায় শিল্পী সমিতির ‘সদস্য’ জায়েদ খানের ভূমিকা প্রমাণিত হয়েছে। তাই ১৮ সংগঠন এ সিদ্ধান্তে এসেছ যে তার সঙ্গে কেউ কাজ করবে না। তাকে আনুষ্ঠানিকভাবে আজ থেকে বয়কট করা হলো।
বিষয়টি নিয়ে সোহানুর রহমান সোহান বলেন, ‘নির্বাচনের দিন জায়েদ খানের ভূমিকা আমরা প্রমাণসহ পেয়েছি। এ কারণে তার প্রার্থিতা বাতিল হয়েছে। এই অসম্মানের জন্য আমরা তাকে বয়কট করছি।’
তবে বয়কটের বিষয়টি নিয়ে জায়েদ খান এখনও মন্তব্য করেননি।