

৫০ বছর পর চাঁদে রকেট পাঠাচ্ছে নাসা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:১৫ এএম, ২৯ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১২:৪৬ পিএম, ১৫ আগস্ট,শুক্রবার,২০২৫

চন্দ্রাভিযানের ৫০ বছর পর চাঁদে অবতরণের জন্য বিশাল রকেট প্রস্তুত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সবকিছু ঠিকঠাক থাকলে নাসার আর্তেমিস রকেটটি চাঁদের উদ্দেশে উড়াল দেবে সোমবার।
রোববার নাসা আনুষ্ঠানিকভাবে জানায়, উড্ডয়নের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সময় ৮টা ৩৩ মিনিটে উড্ডয়নের কার্যক্রম শুরু হবে। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ২ সেপ্টেম্বর ও ৫ সেপ্টেম্বর সম্ভাব্য বিকল্প উড্ডয়নের তারিখও ঠিক করে রেখেছে নাসা।
আর্তেমিস-১-এর পরীক্ষামূলক অভিযানের পরিচালক জেফ স্পাউলডিং বলেন, আমরা খুবই উত্তেজিত, যানটি উড়ার জন্য প্রস্তুত।
এই চন্দ্রাভিযানকে নাসা মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি হিসেবে দেখছে। তারা আশা করছে, ২০৩০ সাল নাগাদ বা তার পরপরই তারা মহাকাশচারীদের মঙ্গল গ্রহে পাঠাবে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রকেটটি পৃথিবীতে ফিরে আসবে ১০ অক্টোবর। ক্যালিফোর্নিয়ার স্যানডিয়েগোর কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে।