সারাদেশে অবৈধ হাসপাতাল ক্লিনিকে অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২০ পিএম, ২৯ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৮:৫৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সারাদেশে দ্বিতীয় দিনের মতো অবৈধ হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার সারাদেশে প্রায় অর্ধশত হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে সকালে রাজধানীর উত্তরা ও মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ। এ সময় হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধনসহ অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র খতিয়ে দেখেন কর্মকর্তারা।
এ ছাড়া চট্টগ্রামেও দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজ না পেলে হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। গত মঙ্গলবার সারাদেশের নিবন্ধনহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে এই অভিযান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথমদিন বৈধ কাগজপত্র না থাকায় রাজধানীতে ছয়টি, পাবনায় তিনটি, ঢাকার সাভারে দুটি, ফেনীতে একটি হাসপাতাল ও রংপুরে একটি ব্লাড ব্যাংক বন্ধ করে দেয় ভ্রম্যমাণ আদালত। এ ছাড়া জরিমানা করা হয় কয়েকটি হাসপাতাল ও ক্লিনিককে।
বরিশাল ॥ স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত ১০ দফা নির্দেশনা মানতে বুধবার বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে অভিযান পরিচালনা করে বরিশালের স্বাস্থ্য বিভাগ। বরিশালের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-লের নেতৃত্বে নগরীর আমানতগঞ্জে অবস্থিত সৈয়দ মোয়াজ্জেম হোসেন রেডক্রিসেন্ট হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-ল বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা গেলে রোগীদের উপকার হবে।