ডেঙ্গু জ্বরে আক্রান্ত আজও ৪৯ জন হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৫ পিএম, ২৫ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০২:৪২ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
আজ রবিবার (২৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৪৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ২১৪ জন।
এছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৬১ হাজার ২৬০ জন রোগী।
নতুন ৪৯ জনকে নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ২১ জনে। চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন ২৭৬ জন। যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এর আগে, এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৭৯ জন।