দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫১ পিএম, ১৯ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ১১:৫৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
একদিনে ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হলো। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৬৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৪ জন। চলতি বছরে ২৭ হাজার ৮০২ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২০ হাজার ৬৩ জন রাজধানী ঢাকায় এবং ৭ হাজার ৭৩৯ জন রোগী ঢাকার বাইরে। চলতি মাসের ১৯ দিনে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১১ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ৫১ জন। যা সেপ্টেম্বরের চেয়েও বেশি আক্রান্ত ও মৃত্যু। সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছিলেন ৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪ জন।
আজ বুধবার (১৯ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৬৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৬৫ জন এবং ঢাকার বাইরে ২৯৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৮৬৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৪ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৪৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৫৭ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ২৭ হাজার ৮০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ২৪ হাজার ৩৯২ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০৬ জনের মৃত্যু হয়েছে।
মাসভিত্তিক রোগী ভর্তি বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মেতে ১৬৩ জন, জুনে ৭৩৭ জন, জুলাইয়ে ১ হাজার ৫৭১ জন, আগস্টে ৩ হাজার ৫২১ রোগী হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বর মাসে ৯ হাজার ৯১১ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে ছিলেন। ওই মাসে ডেঙ্গুতে ৩৪ জনের মৃত্যু হয়, আগস্টে ১১ জন, জুলাই মাসে ৯ জন এবং জুন মাসে মৃত্যুবরণ করেছেন ১ জন।
২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দেশে এ পর্যন্ত এটাই এক বছরে সর্বোচ্চ ভর্তি রোগী। সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের। ২০১৮ সালে ১০ হাজার ১৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, মৃত্যু হয় ২৬ জনের। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন দেখা না গেলেও ২০২১ সালে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান।