দেশে করোনা শনাক্ত ৩৮৯, আরও একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩০ পিএম, ১৭ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৭:১৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ২৯ হাজার ৪০২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩৮৯ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৩৫১ জন। ৩৮৯ জনের মধ্যে রাজধানীতেই ২৬০ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩২ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৯২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৪৪ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৪১টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৫২ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ১ জন পুরুষ মারা গেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৬৫ জন এবং নারী ১০ হাজার ৬৩৭ জন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২৬০ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী শনাক্ত হয়েছেন।