দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্তে- ১৯৯৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৭ পিএম, ৫ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:১৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দৈনিক করোনার শনাক্তের হার বেড়েছে। কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৮ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ২৮৫ জন। ১ হাজার ৯৯৮ জনের মধ্যে রাজধানীতেই ১ হাজার ৩৬৩ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ মোট শনাক্তের ৬৮ শতাংশই রয়েছেন ঢাকা মহানগরীতে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৫১ শতাংশ।
নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৮১ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন। গত ২৪ ঘণ্টায় ৪৯৪ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৮২টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৬ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৭ জন পুরুষ মৃত্যুবরণ করেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬৩০ জন এবং নারী ১০ হাজার ৫৫১ জন। ২৪ ঘণ্টার মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের ২ জন, ৭১ থেকে ৮০ বছরের ১ জন, ৬১ থেকে ৭০ বছরের ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ৫ জন ঢাকা বিভাগের, রাজশাহীর একজন, ময়মনসিংহ বিভাগের একজন বাসিন্দা রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১ হাজার ৩৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১ হাজার ৬২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১৯ জন রোগী শনাক্ত হয়েছেন।