দেশে করোনায় মৃত্যু বেড়ে ১২, শনাক্ত- ২২৮৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ পিএম, ৪ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ১২:০০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফের লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ২ হাজার ২৮৫ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ১ হাজার ৯০২ জন। ২ হাজার ২৮৫ জনের মধ্যে রাজধানীতেই ১ হাজার ৫৭৭ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ মোট শনাক্তের ৬৯ শতাংশই রয়েছেন ঢাকা মহানগরীতে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৫৩ শতাংশ। নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৭৪ জনে।
নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন। গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২৮টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৮৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।
২৪ ঘণ্টা ৯ জন পুরুষ এবং ৩ জন নারী মৃত্যুবরণ করেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬২৩ জন এবং নারী ১০ হাজার ৫৫১ জন। ২৪ ঘণ্টার মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের একজন, ৮১ থেকে ৯০ বছরের ২ জন, ৭১ থেকে ৮০ বছরের ২ জন, ৬১ থেকে ৭০ বছরের ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের একজন মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগে, খুলনা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগের একজন বাসিন্দা রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১ হাজার ৫৭৭ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১ হাজার ৮৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১১ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ৫৬ জন এবং সিলেট বিভাগে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন।