দেশে তিন মাস পর করোনায় মৃত্যুহীন দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৩ পিএম, ১৫ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৫০ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
তিন মাসের বেশি সময় পর প্রথম করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২১৭ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি।
এর আগে সর্বশেষ গত বছরের ৯ই ডিসেম্বর করোনাভাইরাসে মৃত্যুহীন দিন ছিল। বাংলাদেশে ২০২০ সালের ৮ই মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়ার পর প্রথম মৃত্যুর খবর এসেছিল ১০ দিন পর ১৮ই মার্চ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪৯টি। শনাক্তের হার ১.৫৪ শতাংশ।
আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৬০০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন।
এর আগে সোমবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৩৯ জনের শরীরে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।