দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত- ২৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৭ পিএম, ১১ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:০৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১০৫ জনে। নতুন শনাক্তের ৫১ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৭ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৩২৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন। দৈনিক শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ। যা আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ৯১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ২৩৯৯ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ শুক্রবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৩১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের সকলই পুরুষ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৮৩ জন এবং নারী ১০ হাজার ৫২২ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন,২১ থেকে ৩০ বছরের ১ রয়েছেন। মারা যাওয়া ৫ জনই ঢাকা বিভাগের। সকলই সরকারি হাসপতালে মারা গেছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৩০ জন। যা একদিনে মোট শনাক্তের ৫০ দশমিক ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১৭০ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৬ জন শনাক্ত হয়েছেন।