দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত- ৩২৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২১ পিএম, ৯ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৪৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
করোনায় গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগসহ সাত বিভাগে মৃত্যু শূন্য। গত ২৪ ঘণ্টায় করোনায় সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৯৭ জনে। নতুন শনাক্তের ৬৪ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৩২৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৪৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জন। দৈনিক শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ।
যা আগের দিন এই সংখ্যা ছিল ২ দশমিক ২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৮২৪ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বুধবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২২৫টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৩৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক শূন্য ৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১ পুরুষ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৭৫ জন এবং নারী ১০ হাজার ৫২২ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। মারা যাওয়া ১ জন সিলেট বিভাগের বাসিন্দা। সরকারি হাসপতালে মারা গেছেন তিনি।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২০৮ জন। যা একদিনে মোট শনাক্তের ৬৪ দশমিক ৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন শনাক্ত হয়েছেন।