দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত- ৭৯৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৯ পিএম, ১ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:২৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
করোনার শনাক্তের হার আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪৫ জনে। গত ফেব্রুয়ারি মাসে দেশে ৬৪৩ জন করোনায় মারা গেছেন। এরমধ্যে ৪২১ জন (৬৫ দশমিক ৫ শতাংশ) টিকা নেননি। টিকা নিয়েছেন ২২২ জন (৩৪ দশমিক ৫ শতাংশ)। নতুন শনাক্তের ৫৯ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৭৯৯ জন।
আগের দিন এই সংখ্যা ছিল ৮৯৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জন। দৈনিক শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭৪৬০ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ এবং ২৩ হাজার ৮১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ১৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৭১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৫ পুরুষ এবং ৩ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৪৬ জন এবং নারী ১০ হাজার ৪৯৯ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, শূন্য ১০ বছরের ১ জন রয়েছেন। মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ১ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। মারা যাওয়া ৮ জনের মধ্যে জন ৬ সরকারি হাসপতালে এবং বেসরকারি হাসপাতালে ২ জন রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৪৬৯ জন। যা একদিনে মোট শনাক্তের ৫৮ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৫৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ২১ জন এবং সিলেট বিভাগে ১৬ জন শনাক্ত হয়েছেন।