দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত- ১২৯৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১২ পিএম, ২৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:২০ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
করোনার শনাক্ত ও মৃত্যু অব্যাহতভাবে কমছে। দৈনিক শনাক্তের হার ৬ শতাংশের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯৯৫ জনে। নতুন শনাক্তের ৫৭ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১২৯৮ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৫৯৫ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জন।
দৈনিক শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮০৭২জন এবং এখন পর্যন্ত ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯২টি নমুনা সংগ্রহ এবং ২৩ হাজার ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ৭৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।