দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত- ৩৫৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৩ পিএম, ১৭ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:০০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯০৭ জনে। নতুন শনাক্তের ৬১ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫৩৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৩৯২৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন। দৈনিক শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ১২ দশমিক ২০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১১৮০০ জন এবং এখন পর্যন্ত ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭৯১টি নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৯৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।