দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত- ৪৬৯২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৮ পিএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:০৫ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কমেছে শনাক্ত ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৮৩৮ জনে। গত এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ আর শনাক্ত কমেছে ৩৬ দশমিক ৮ শতাংশ। নতুন শনাক্তের ৬৮ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬৯২ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৮৩৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জন।
দৈনিক শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ১৪ দশমিক ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৩২৩৭ জন এবং এখন পর্যন্ত ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৪৯টি নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৭৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১২ পুরুষ এবং ৭ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৪১৪ জন এবং নারী ১০ হাজার ৪২৪ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৪ জন, ৭১ থেকে ৮০ বছরের ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ১৯ জনের মধ্যে ঢাকায় ১০ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনা ১ জন, বরিশার ১ জন, সিলেট ১ জন, রংপুর ১ জন, ময়মনসিংহ ২ জন রয়েছেন। মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১৫ জন সরকারি হাসপতালে এবং বেসরকারি হাসপাতালে ৪ জন মারা গেছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৩১৮৪ জন। যা একদিনে মোট শনাক্তের ৬৭ দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৩৫৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫৯ জন, রাজশাহী বিভাগে ১৯৮ জন, রংপুর বিভাগে ১১৩ জন, খুলনা বিভাগে ১৯৮ জন, বরিশাল বিভাগে ১২২ জন এবং সিলেট বিভাগে ৭২ জন শনাক্ত হয়েছেন।