দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, শনাক্ত- ৮৩৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪১ পিএম, ৮ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৫৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দেশে করোনার শনাক্ত সামান্য কমলেও মৃত্যু হু হু করে বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬৭০ জনে। নতুন শনাক্তের ৫৯ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৩৫৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৯৩৬৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন। দৈনিক শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ২১ দশমিক শূন্য ৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০৮০০ জন এবং এখন পর্যন্ত ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৭৯ টি নমুনা সংগ্রহ এবং ৪১ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ৫৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ২৬ পুরুষ এবং ১৭ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৩০৪ জন এবং নারী ১০ হাজার ৩৬৬ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের ৫ জন, ৭১ থেকে ৮০ বছরের ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন, ২১ থেকে ৩০ বছরের ৩ জন, শূন্য থেকে ১০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহী ২ জন, খুলনা ১৩ জন, রংপুর ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ৩৫ জন সরকারি হাসপতালে এবং বেসরকারি হাসপাতালে ৭ জন এবং বাসায ১ জন মারা গেছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৪৯২৬ জন। যা একদিনে মোট শনাক্তের ৫৮ দশমিক ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৫৬২১ জন, ময়মনসিংহ বিভাগে ২৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯০৭ জন, রাজশাহী বিভাগে ৫৫৩ জন, রংপুর বিভাগে ২৬৯ জন, খুলনা বিভাগে ৩২০ জন, বরিশাল বিভাগে ২৪৮ জন এবং সিলেট বিভাগে ১৯৮ জন শনাক্ত হয়েছেন।