করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৯৩৬৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০১ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৮:০৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
একদিনের ব্যবধানে করোনার শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬২৭ জনে। এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৬১ দশমিক ৪ শতাংশ। মৃত্যুদের মধ্যে ৭১ শতাংশের কিছু বেশি টিকা নেননি। নতুন শনাক্তের ৫৭ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৯৩৬৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮৩৪৫ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন। দৈনিক শনাক্তের হার ২১ দশমিক শূন্য ৭ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯৫০৭ জন এবং এখন পর্যন্ত ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৬৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৭১ টি নমুনা সংগ্রহ এবং ৪৪ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৮৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক শূন্য ৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।