দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত- ৮৩৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৮ পিএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৪৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩৫৯ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।
আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২৫ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ৩, সিলেটে ১, রংপুরে ২ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।