আইসোলেশন ১০ দিন, সনদ ছাড়াই ফেরা যাবে কাজে : স্বাস্থ্য অধিদপ্তর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৫৭ পিএম, ৩০ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৪৭ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ দিন আইসোলেশনে থাকার পর উপসর্গ না থাকলে করোনার নেগেটিভ সনদ ছাড়াই কাজে ফেরা যাবে।
আজ রবিবার (৩০ জানুয়ারি) বেলা দুইটায় ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর (সিডিসি) অধ্যাপক মো. নাজমুল ইসলাম বলেন, ‘যাঁদের করোনা পজিটিভ হয়েছে, তাঁদের ১০ দিনের জন্য আইসোলেশন করতে বলব। ১০ দিন পর জ্বর ভালো হয়ে গেলে, উপসর্গ চলে গেলে তিনি আবার তাঁর কাজে ফিরে যাবেন। কাজে ফিরে যাওয়ার শর্ত হিসেবে আগে আরটিপিসিআর সনদ নিয়ে যেতে হতো, সেটিকে আপাতত স্থগিত রাখছি।’
করোনায় আক্রান্ত হওয়ার ছয় সপ্তাহ পর বুস্টার ডোজ নেওয়া যাবে বলেও জানান মো. নজরুল ইসলাম। তিনি বলেন, যাঁরা বুস্টার ডোজের জন্য অপেক্ষা করছেন, যাঁদের খুদে বার্তা এসেছে বা আসবে, অথচ করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা করোনায় সংক্রমিত হওয়ার ছয় সপ্তাহ পর বুস্টার ডোজ গ্রহণ করবেন।
এদিকে আজকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৪০ বছর বা তার বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে।
মো. নজরুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার ১ দশমিক ৬০। শনাক্ত ১৪ দশমিক ৩১ শতাংশ। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৮৮ শতাংশের বেশি। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। গতকাল শনিবার পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন বলেও জানান মো. নজরুল ইসলাম।
গত সাত দিনে দেশের করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরে নজরুল ইসলাম বলেন, ‘প্রতিদিনই সংক্রমণের হার বেড়ে চলছিল। ২৯ জানুয়ারি এসে শনাক্তের হার খানিকটা কমেছে। শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জন—৩১ শতাংশের বেশি। ছুটির দিনের কারণে এ শনাক্ত কম হতে পারে। তবে আজকের করোনার বুলেটিনে বোঝা যাবে, বাস্তব অবস্থার কতটা কাছাকাছি আমরা আছি। গত সপ্তাহে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিলেন ২৫ জানুয়ারি। সেদিন ১৬ হাজার ৩৩ জন শনাক্ত হয়েছিলেন—৩২ দশমিক ৪০ শতাংশ।