দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত- ১৫৮০৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৩ পিএম, ২৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দেশে করোনার শনাক্তের হার একদিনের ব্যবধানে আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ২৮৮ জনে। নতুন শনাক্তের ৫৪ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫,৮০৭ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৫,৫২৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জন। দৈনিক শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশে পৌঁছেছে।
যা আগের দিন এই সংখ্যা ছিল ৩১ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০৩৭ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৬৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৫৭৯ টি নমুনা সংগ্রহ এবং ৪৯ হাজার ৪২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ১০ হাজার ৬৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৪শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ।