দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত- ১০৯০৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৭ পিএম, ২৩ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১০:৫১ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ফের করোনার শনাক্তের হার বাড়ছে। দৈনিক শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ২৮ দশমিক শূন্য ২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ২২৩ জনে। নতুন শনাক্তের ৬০ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১০,৯০৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৯,৬১৪ জন।
সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন। গত ২৪ ঘণ্টায় ৭৮২ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ রবিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৫৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫১টি নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ৮৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২১ লাখ ১৬ হাজার ৮৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৬ পুরুষ এবং ৮ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৪১ জন এবং নারী ১০ হাজার ১৮২ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের ২ জন, ৭১ থেকে ৮০ বছরের ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ১৪ জনের মধ্যে ঢাকায় ৫ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন, বরিশালে ১ জন, সিলেটে ২ জন, রংপুর ১ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১১ জন সরকারি হাসপতালে এবং ৩ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৬৫৮১ জন। যা একদিনে মোট শনাক্তের ৬০ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৭২৯২ জন, ময়মনসিংহ বিভাগে ১৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৫৪৬ জন, রাজশাহী বিভাগে ৫২৫ জন, রংপুর বিভাগে ১৬৫ জন, খুলনা বিভাগে ৪৮৭ জন, বরিশাল বিভাগে ১৭৪ জন এবং সিলেট বিভাগে ৫২৯ জন শনাক্ত হয়েছেন।