দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত- ১৪৯১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫২ পিএম, ৯ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৪৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
লাফিয়ে বাড়ছে দেশে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ৫ দশমিক ৭৯ শতাংশ। নতুন শনাক্তের ৮০ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১০২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৪৯১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১১১৬ জন।
সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জন। গত ২৪ ঘণ্টায় ২১৭ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ রবিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১২৫ টি নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ৯৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।