বেনজীরের সেই ডুপ্লেক্স বাড়িতে দুদকের তল্লাশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১১ পিএম, ১০ জুলাই,
বুধবার,২০২৪ | আপডেট: ০৬:০১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিংয়ে অবস্থিত প্রায় ২৪ কাঠার ডুপ্লেক্স বাড়িতে তল্লাশি চালাচ্ছে দুদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বুধবার (১০ জুলাই) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টের আদেশে বাড়িতে তল্লাশি চালানো হয়।
এদিন দুপুরে দুদক নারায়ণগঞ্জের সমন্বিত কার্যালয়ের উপপরিচলাক মঈনুল হাসান রওশনী গত ৬ জুলাই রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত ওই বাড়িতে আদালতের নির্দেশে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাঁটানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক মঈনুল হাসান রওসানী, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিকুল আলম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকারসহ আরও অনেকে।
দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেনজীরের আরও বিপুল সম্পদ জব্দ করেছেন। সে তালিকায় এ বাড়িটিও রয়েছে। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত। বাড়িটির মূল্য প্রায় ১০ কোটি টাকা।