ফেনীতে বিএনপি-জামায়াতের ৯০ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৫ এএম, ২৯ জুলাই,সোমবার,২০২৪ | আপডেট: ০৭:০২ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
কোটা বিরোধী আন্দোলনে সহিংসতা ও নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় ফেনীতে ৯০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতাররা সবাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছে সংশ্লিষ্ট দলের নেতৃবৃন্দ।
রোববার (২৮ জুলাই) জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ফেনীর বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হলেন— দাগনভূঞার ওমরপুরের বাদশা মিয়া (২১), এয়াকুব পুরের দিদারুল আলম (২৮), পূর্ব চন্দ্রপুরের আবদুর রহিম বাবলু (৩১), ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জামাত নেতা মাওলানা ইব্রাহিম খলিল (৫৮), বালিগাঁও ইউনিয়নের জামাত নেতা সিরাজুল ইসলাম, ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার বিএনপি নেতা রেজাউল করিম মামুন (৪৫)।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থৈয়াই অংপ্রু মারমা বলেন, ফেনীতে কোটা বিরোধী আন্দোলনের নামে নাশকতার দুইটি মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত কয়েকদিনে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় ফেনীতে দায়ের করা গায়েবী মামলায় সরকার দলীয়দের সঙ্গে নিয়ে পুলিশ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে আসছে। পুলিশের সঙ্গে থাকা ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ঘর থেকে বের করে এনে মারধর করে তারপর পুলিশের হাতে সোপর্দ করছে।
এদিকে বিএনপি নেতাদের এমন অভিযোগ অস্বীকার করেছেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এবং ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদ্বীপ কুমার দাস।