পশুর হাট বসানো নিয়ে সংঘর্ষে ৪ পুলিশ আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ পিএম, ১৩ জুন,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৭:৪২ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে পশুর হাট বসানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা করেছে ইজারাদারের লোকজন। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ জুন) বিকেলে উপজেলার মজুমদার বাজারসংলগ্ন পরিত্যক্ত জমিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান বলেন, বুধবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার মজুমদার হাটে প্রভাবশালী ইজারাদার ওবায়েদুল হোসেন অবৈধভাবে হাট বসিয়ে চাঁদা আদায় করতে থাকেন। এ সময় অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাঁদা আদায়সহ হাট বন্ধ করতে বলেন। কিন্তু ইজারাদার তার লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে চার পুলিশ সদস্য আহত হন।
তিনি বলেন, গরুর ক্রেতা, বিক্রেতারা আতঙ্কে ছুটাছুটি করতে থাকে। ইজারাদারের লোকজনের কারণে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
পরে গাইবান্ধা থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি), সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সুন্দরগঞ্জ থানার ওসি মাহবুব-উল আলম বলেন, এ ঘটনায় ইজারাদারের লোক মজিবর রহমান ও মামুনুর রশিদসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবারও পুলিশের ওপর হামলা হতে পারে এই আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হাট ইজারাদারের কোনো লোকজনকে পাওয়া যায়নি।