টাঙ্গাইলে ১৫ কিলোমিটার জুড়ে যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৭ এএম, ১২ জুন,
বুধবার,২০২৪ | আপডেট: ০৮:৪৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু থেকে সদর উপজেলার রসুলপুর এলাকা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১২ জুন) ভোর রাত থেকে এ যানজটের সৃষ্টি হয়।
চালকরা জানান, ঈদ ঘনিয়ে আসায় এবার যানজট তৈরির আশঙ্কা রয়েছে। শুরু থেকেই যে অবস্থা তাতে সামনে আরও যানজট হবে।
টাঙ্গাইলের টিআই মো. দেলোয়ার হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে সড়ক দুর্ঘটনা ও গরুর ট্রাকের কারণে যানবাহনের চাপ বেড়েছে। গরুর ট্রাক ধীরগতিতে চলাচল করে। ঢাকায় গরু নামিয়ে আবার উত্তরে রওনা হওয়ায় এ যানজট শুরু হয়েছে। এ ছাড়া ঈদকে সামনে রেখে উত্তরের অনেক জেলার মানুষ পরিবার নিয়ে আগেই বাড়ি যাচ্ছেন।
তিনি বলেন, ঈদ ঘনিয়ে আসায় গাড়ির চাপ বাড়তেছে। এ ছাড়া কোনো কোনো গাড়ি ধীরগতিতে চলাচল করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। এখন ধরিগতিতে চলছে। অল্প সময়ের মধ্যে গাড়ি স্বাভাবিকভাবে চলবে।