বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৯ পিএম, ১৯ মে,রবিবার,২০২৪ | আপডেট: ০৬:৪১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই জানিয়ে ডেপুটি গভর্নর খুরশিদ আলম বলেছেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে– এটা মিথ্যা প্রচার। আমরা তথ্য দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের তিনজন কর্মকর্তাকে শুধু তথ্য দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তার পরও যদি না হয়, আমরা চারজন ডেপুটি গভর্নর আছি। আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা উত্তর দেব।
গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজ ভবনে রংপুর বিভাগে গ্রাহক সচেতনতা সপ্তাহ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খুরশিদ আলম বলেন, এ বছর ৮ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের কথায় বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ এখন অনেক দেশের কাছে রোল মডেল। দেশ এগিয়ে যাচ্ছে। পেছনে তাকানোর সময় নেই। মানুষের আয় বেড়েছে। অনেকে না জেনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।