মার্কেটের ভেতর থেকে হাতবোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫১ এএম, ১৫ মে,
বুধবার,২০২৪ | আপডেট: ০৬:৪৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
যশোরের শার্শায় একটি মার্কেটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুর ১টার দিকে বোমাগুলো উদ্ধার করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
উপজেলার বাগআঁচড়া বাজারের বাবু চেয়ারম্যানের মার্কেটের উত্তর পাশে একটি টিউবওয়েলের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
স্থানীয় লোকজন বলছেন, মূলত উপজেলা নির্বাচন ঘিরে নাশকতা সৃষ্টির জন্য কেউ হাতবোমাগুলো মার্কেটের ভেতরে রেখে গেছে।
শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, নির্বাচনকালীন সময়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় বাগআঁচড়া বাবু মার্কেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোমাগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বোমাগুলো আপাতত ক্যাম্পে আছে, পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানা যাবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন আছে।