রেলসেতুর নিচে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির বিবস্ত্র লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ পিএম, ৯ মে,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১১:১৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত ব্যক্তির (৫০) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির এক পায়ে ক্ষত চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, বুধবার সন্ধা থেকে বৃহস্পতিবার সকালের মধ্যবর্তী কোনো সময়ে ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।
স্থানীয় বাসিন্দা রঞ্জু শেখ জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত এখানে কোনো লাশ ছিল না। আজ সকালে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরন্নবী জানান, খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।
তিনি বলেন, ট্রেনের ধাক্কায় বা ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। নিহত ব্যক্তির এক পা ভেঙে ক্ষত সৃষ্টি হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।