বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল ইউএনও’র গাড়ি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১২ পিএম, ৮ মে,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:০১ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৮ মে) ভোরে হরিরামপুর উপজেলার শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হলে আহত হন তিনি।
তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করছিলেন। ব্যালট কেন্দ্রে দিয়ে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউএনও’র দেহরক্ষী আল আমিন হোসেন কালবেলাকে বলেন, তিনি ফুলপুর উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করছিলেন। নির্বাচনী ব্যালট কেন্দ্রে দিয়ে উপজেলায় ফেরার পথে শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেলেও বাসচালকের সহযোগীকে আটক করা হয়েছে।
ফুলপুর থানার এসআই কামাল আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলপুরের হরিরামপুর নামক এলাকায় ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউএনও’র গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে।