সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ পিএম, ৫ মে,রবিবার,২০২৪ | আপডেট: ০৮:১৯ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
সুন্দরবনে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যরা। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ।
রোববার (৫ মে) সকাল ৮টা থেকে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। পরে তাদের সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের দুটি ইউনিট।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যোগ দিয়েছে। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি ইউনিটও কাজ করছে।
এ ছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চাদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এই তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।
এর আগে শনিবার (৪ মে) দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুন্ডলি পাঁকিয়ে ধোঁয়া উড়তে দেখে বন কর্মীরা। সঙ্গে সঙ্গে বনে লাগা আগুন নেভানোর কাজ শুরু করে তারা। পরে বন কর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। পরে মংলা ও মোড়লগঞ্জের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। রাত হয়ে যাওয়ায় সন্ধ্যার পর আগুন নিয়ন্ত্রণের কাজ বন্ধ রাখা হয়। রোববার সকাল থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, তিন থেকে চার কিলোমিটার জায়গাজুড়ে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। তবে বন বিভাগ এখনও কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। আগুন নিয়ন্ত্রণের পরই জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলছেন সংশ্লিষ্টরা।