![Logo](https://www.aajkalpratidin.com/frontend-assests/img/logo.png)
![Logo](https://www.aajkalpratidin.com/frontend-assests/img/logo.png)
ট্রাকচাপায় প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৫ পিএম, ২ মে,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৩:৪৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
![Text](/assets/images/1714632357.jpg)
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলায় ট্রাকচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে জানা গেছে নিহতদের চারজন প্রাইভেট কারের যাত্রী এবং একজন চালক।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।