সড়কে পড়ে ছিল কলেজশিক্ষার্থীর কাটা পা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৯ এএম, ৩০ এপ্রিল,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১১:৩৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বরিশালের বাকেরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই কলেজশিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার গারুড়িয়া ইউনিয়নের মেউর গ্রামের আবুল কালাম আজাদ ও একই গ্রামের রাব্বি পাইক। তারা দু’জনে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত আজাদ ও রাব্বি মোটরসাইকেলে বাকেরগঞ্জের গারুড়িয়া থেকে বরিশাল যাওয়ার সময় উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রাব্বি পাইকের পা গোড়ালি থেকে আলাদা হয়ে গুরুতর আহত হয়। এ ছাড়া সঙ্গে থাকা আজাদের পা ভেঙে গেছে।
বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, দুই কলেজশিক্ষার্থী মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলে চাপা দেওয়া বাসটি জব্দ করেছি।