ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২২ পিএম, ২৯ এপ্রিল,সোমবার,২০২৪ | আপডেট: ১১:৪৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সাগর থেকে পটুয়াখালীর রাঙ্গাবালীর খালে ভেসে আসা ‘টর্পেডো’র উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নৌবাহিনীর শের-ই-বাংলা নৌঘাঁটির সদস্য এবং আন্ধারমানিক কোস্টগার্ডের সদস্যরা টর্পেডো উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন।
এর আগে রবিবার দুপুরে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মীরকান্দা গ্রামের ভাঙ্গার খালে এ টর্পেডোটি ভেসে আসে। অচেনা এ বস্তুটি দেখে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এটির দৈর্ঘ্য প্রায় ২৭ ফুট ও প্রস্থ ৩ ফুট।
রাঙ্গাবালী থানার ওসি বলেন, ‘বঙ্গোপসাগর থেকে রাবনাবাদ চ্যানেল হয়ে এই টর্পেডোটি ভাঙ্গার খালে প্রবেশ করে। বর্তমানে সেটি পুলিশ পাহারায় রয়েছে। সন্ধ্যায় এখানে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। আগামীকাল সকালে এটি ওই খাল থেকে অপসারণ করা হবে।’
তিনি জানান, টর্পেডো হচ্ছে এক ধরনের স্ব-চালিত অস্ত্র। এটি জলের নিচে বা উপরে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষ্যবস্তুর কাছাকাছি আসার পর বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘বস্তুটি প্রথমে দেখে ভেবেছিলাম জাহাজের কোনও ভাঙা অংশ। ধরে দেখার পরে ভারী কোনও অস্ত্র মনে হয়েছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। বস্তুটির কাছ থেকে সরিয়ে দেওয়া হয় লোকজনদের। যাতে ভেসে না যায়, সে জন্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সেটিকে।’
মৌডুবি ইউনিয়নের বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, ‘বস্তুটি দেখতে ভারী কোনও অস্ত্রের মতো মনে হয়। গ্রামবাসীর ধারণা, পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল হয়ে হয়তো এটি ভাসতে ভাসতে এই খালে এসেছে। এর দৈর্ঘ্য আনুমানিক ২৫ থেকে ২৭ ফুট।’