দুই বাসের সংঘর্ষে নারীসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৯ পিএম, ১৬ এপ্রিল,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৫:০২ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
ময়মনসিংহ জেলার শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় মঙ্গলবার সকালে যাত্রীবাহী দুই বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেপরোয়া গতির চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পুলিশ জব্দ করেছে দুই বাসকে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ মিয়া জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে শেরপুর থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসের সাথে বিপরীতমুখী বাসের মুখোমুখী সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে।
নিহতদের একজন পুরুষ ও একজন মহিলা।তাদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা দুই বাসের যাত্রী ছিলেন বলে জানায় পুলিশ। দুর্ঘটনায় বাস দুটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।