নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে বৈসাবী উৎসব শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ এএম, ১৩ এপ্রিল,শনিবার,২০২৪ | আপডেট: ০৬:০৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
পাহাড়ে বৈসাবী উৎসবের রং লেগেছে। শঙ্কামুক্ত এবং সুখ সমৃদ্ধ মঙ্গলময় পৃথিবী কামনায় বান্দরবানের বালাঘাটা এলাকায় সাঙ্গু নদীতে ফুল ভাসালেন চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা।
শুক্রবার নদীচরে শিশু কিশোর এবং যু্বক যুবতীরাও ভিড় জমিয়েছিল বিজু ও বৈসু আনন্দ আয়োজনে।
আয়োজকরা জানান, নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায় জানানোর সামাজিক এই উৎসবকে চাকমা সম্প্রদায় বিজু এবং তঞ্চঙ্গ্যা সম্প্রদায় বৈসু নামে পালন করে আসছে যুগযুগ ধরে। এবার তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে বান্দরবান জেলার পাহাড়ি পল্লীগুলোতে।
উৎসবের প্রথম দিনে পার্বত্য চট্টগ্রামের চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা ভোর বেলায় ঘুম থেকে উঠে গ্রামে গ্রামে ঘুরে ফুল সংগ্রহ করেন। সংগ্রহের পর ফুলের একটি অংশ মন্দিরে গৌতম বুদ্ধের প্রার্থনায় ব্যবহার করেন। আরেকটি অংশ নদীতে বা পানিতে অবস্থানরত গঙ্গা মায়ের চরণে বিশ্ববাসীর শান্তি ও মঙ্গলময় সুন্দর জীবন গড়তে নদীতে ফুল ভাসানো হয় বা প্রদর্শন করা হয়।
বিজু-বৈসু উৎসব আয়োজক কমিটির সমন্বয়ক উজ্জল তঞ্চঙ্গ্যা বলেন, পাহাড়ে চাকমাদের বিজু ও তঞ্চঙ্গ্যাদের বৈসু উৎসব প্রধান সামাজিক উৎসব। এই উৎসবে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে ৩ দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে এবারও। নদীতে ফুল ভাসানো ছাড়াও চাকমাদের ঐতিহ্যবাহী খেলা নাটিং এবং বাশঁআহরণ প্রতিযোগিতা রয়েছে। সাংস্কৃতিক আয়োজনে মাতানো হয় চাকমা পল্লীগুলো। অন্যদিকে তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলবে