বগুড়ায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৩ পিএম, ৬ এপ্রিল,শনিবার,২০২৪ | আপডেট: ০২:০৪ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বগুড়া সদরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত একজনের নাম ফাইন মন্ডল। তিনি বগুড়া সদরের চার মাথা এলাকার বাসিন্দা ও মোটর শ্রমিকের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এখন পর্যন্ত নিহত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম। তিনি বলেন, বাস ও প্রাইভেট কার সংঘর্ষে তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে একজন পরিবহন নেতা ছিলেন। আরও একজনের মৃত্যুর খবর আমরা শুনেছি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেটকারটি এরুলিয়া বাজার হয়ে নওগার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান আরও একজন। নিহত বাকি ২ জনও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। দুর্ঘটনায় বাস চালকও গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।