নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৫ এএম, ৬ এপ্রিল,শনিবার,২০২৪ | আপডেট: ০৯:৪৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় একটি ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার (৫ এপ্রিল) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিল্পাঞ্চলের ভেতরে ইসলামপুর চায়না ব্যাটারি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের দুটি স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।