ধান ক্ষেতে বিমানের জরুরী অবতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৩ এএম, ৪ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০১:৫৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নড়াইলে প্রশিক্ষণ বিমান জরুরী অবতরন করে। বুধবার (৩ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটে বিমানটি অবতরণ করে।
প্রশিক্ষণ বিমানটি দুপুরে যশোর বিমান বন্দর থেকে উড্ডয়ন করে ২টা ৪৫ মিনিট নড়াইল সদর উপজেলার মাজিপাড়া ইউনিয়নের তারাশী মধ্যপাড়া বিলের মধ্যে ধান ক্ষেতে অবতরণ করে।
নড়াইল ডিএসবি পুলিশের এসআই আব্দুল মতিন বলেন, বিমানে মাফুজ ও নাদিম নামে দুইজন পাইলট ছিলেন। তাদের অন্য একটি হেলিকপ্টারে নিয়ে যায়। পুলিশ ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।
কী কারণে বিমানটি জরুরি অবতরণে করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।