৪২ বস্তা ফেয়ার প্রাইসের চাল জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২২ এএম, ২৭ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ১২:১৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্রদের খাদ্য সহায়তার ফেয়ার প্রাইসে চাল বিতরণ শুরু হয়েছে। বিতরণের সময় অবৈধভাবে বিক্রি করা ৪২ বস্তা চাল আটক করে এলাকাবাসী। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের সহায়তায় চাল উদ্ধার করে পুলিশ।
সোমবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দত্তবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল আলম বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে ১৬টি কেন্দ্রে চাল বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে দেশিগ্রাম ইউনিয়নের দত্তবাড়ী বাজার এলাকার ডিলার শ্রী কৃষ্টলাল রজক (বাবুলাল) মাধ্যমে ৫৩০ জনের বরাদ্দ চাল নিয়েছেন। আজ বিতরণ করেছেন ২৪৬ জনের মাঝে।
তিনি আরও বলেন, এ সময় তিনি ব্যবসায়ীদের মাঝে ৪২ বস্তা চাল বিক্রি করে দেন। এমন একটি খবর পেলে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসনের সহায়তায় ৪২ বস্তা চাল জব্দ করা হয়।
এদিকে প্রতিটি ডিলারের দোকানে তদারকি কর্মকর্তাদের প্রতি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দায়িত্ব পালনের কথা থাকলেও কোনো কেন্দ্রে দুপুরের পর থেকে তদারকি কর্মকর্তা পাওয়া যায়নি। আর এ সুযোগে কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে ফেয়ার প্রাইসের চাল- এমনটাই অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয়ে দত্তবাড়ী বাজার এলাকার ডিলারের দোকানে তদারকি কর্মকর্তা ও তাড়াশ উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর মো. মনিরুজ্জামান খলিফার ব্যবহৃত নম্বরে একাধিকবার ফোন করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।
তাড়াশ ইউএনও সুইচিং মং মারমা জানান, ৪২ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।