সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে চালক জীবন্ত দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৫ এএম, ২৬ মার্চ,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৭:৪৭ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়িয়ার কলঘর এলাকায়।
সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় । পরে স্থানীয়রা সিএনজি সোজা করার পর সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান চালক।
নিহত চালকের নাম মোহাম্মদ সফুর (৩৭)। তিনি পাশের উপজেলা সাতকানিয়ার পশ্চিম ঢেমশা এলাকার বাসিন্দা।
এ ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনার এলাকায় এক ঘণ্টার মতো অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। এ সময় কোনো যানবাহন চলাচল করতে পারেনি। পরে পুলিশ এসে ব্যারিকেড তুলে দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক দুই ড্রাইভার জানান, পাশাপাশি ওভারটেক করে বালুবাহী মিনিট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। পাঁচ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটে। একজন মহিলা যাত্রী বের হতে পারলেও চালক বের হতে পারেননি। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।
চন্দনাইশ থানার ওসি ওবাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, বিস্ফোরণে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় রাখা রয়েছে।