হাইওয়ে পুলিশকে ‘নিধিরাম সরদার’ বললেন সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৬ পিএম, ২১ মার্চ,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১১:৪৫ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও হাইওয়ে পুলিশের সক্ষমতা না বাড়ালে যত আলোচনা করা হোক, সিদ্ধান্ত নেওয়া হোক, কিছুই কাজ হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় পৃথিবী অনেক বদলেছে উল্লেখ করে হাইওয়ে পুলিশকে তিনি ‘ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদার’ বলেও অভিহিত করেন।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘প্রত্যেক ঈদের আগে প্রস্তুতি সভা করি। কিন্তু সভায় যেসব সিদ্ধান্ত হয়, সেগুলোর বাস্তবায়ন কতটা হয়েছে, তা ঈদের পরে আর মূল্যায়ন করি না। তাই সভায় যেসব সিদ্ধান্ত নিলাম, সেগুলো কতটুকু কার্যকর হলো, এর মূল্যায়ন করা উচিত।’
পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি অনেকের কাজ, এই চাঁদাবাজি একেবারে হয়তো বন্ধ করা যাবে না। নিয়ন্ত্রণ করতে সহনশীল পর্যায়ে নেওয়ার তাগিদ দেন তিনি।
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মহাসড়কে তিন চাকার যান, মোটরসাইকেল ও বেপরোয়াভাবে গাড়ি চালানো—সব মিলিয়ে দুর্ঘটনা হয়। আমি অনেকবার বলেছি, মূল বিষয়ে হাত দেওয়া দরকার, কিন্তু হয়নি।’
পদ্মা সেতু থেকে সরে যাওয়ার পর থেকে বিশ্বব্যাংকের কোনো প্রকল্প সরকার নেয়নি বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সম্প্রতি রোড সেফটির প্রকল্প নিয়েছি, যা দ্রুত বাস্তবায়ন করতে হবে। মন্ত্রণালয়কে বারবার বলেছি। সড়কে সবচেয়ে বড় উপদ্রব তিন চাকার গাড়ি ও মোটরসাইকেল। এ জন্য নীতিমালা করা দরকার।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘আমি সড়কে গেলেই দেখি সড়কে তিন চাকার গাড়ি নেই। আবার আমি না গেলে অহরহ চলে। বিআরটিএর সক্ষমতা যদি বাড়াতে না পারি, তাহলে আলোচনা করে যত ভালো সিদ্ধান্ত নিই না কেন, কার্যকর হবে না। এটাই বাস্তবতা।’
বাসের বেহাল অবস্থা নিয়ে পরিবহন নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বলছেন ঈদে লক্কড়ঝক্কড় মার্কা বাস এই শহরে আসে। আমি তো দেখি এমন বাস শহরেই আছে। ঈদের আগে এসব বাসে রং লাগায়, যা ১০ দিনও থাকে না।’ বাসগুলো দেখলে লজ্জা পান বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি আরও বলেন, ফেনী থেকে হানিফ উড়ালসড়ক আসতে যত সময় লাগে তার চেয়েও বেশি সময় লাগে উড়ালসড়ক থেকে নামতে।