বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩০ এএম, ২০ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ১১:৪৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
শেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় (বুপ্রেনরফাইন) ইনজেকশনসহ মো. আফজাল হোসেন (৫৬) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা।
সোমবার (১৮ মার্চ) রাতে শহরের মধ্য নওহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার আফজাল হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রাম মহল্লার মৃত আহাদ আলীর ছেলে।
র্যাব জানায়, সোমবার রাতে দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকায় অভিযান পরিচালনা করে। ওইসময় মো. আফজাল হোসেনকে গ্রেফতার করে র্যাব-১৪। পরে তার কাছ থেকে ২৯৫ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধার করা ইনজেকশনের মূল্য প্রায় ১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী জানান, গ্রেফতার আসামি আফজাল হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতার আসামিকে শেরপুর সদর থানায় সোপর্দ করে র্যাব-১৪ এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।