সুইডেনের রাজকন্যার কয়রা এলাকা পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৫ পিএম, ১৯ মার্চ,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০২:৩৫ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সুইডেনের রাজকন্যা ক্রাউন ভিক্টোরিয়া খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় বিভিন্ন অঞ্চল পরিদর্শন করছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে তিনি কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে হেলিকপ্টরে অবতরণ করেন।
পরে তিনি মহেশ্বরীপুর ইউনিয়নে যজ্ঞ মন্দির সংলগ্ন বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে জীবনধারণ করা নারীদের সঙ্গে মতবিনিময়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন এবং সেবা গ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।
সবশেষে তিনি মহেশ্বরীপুরে স্মার্ট পোস্ট সেন্টার উদ্বোধন করেন। সংক্ষিপ্ত সময়ে ক্রাউন ভিক্টোরিয়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা কয়রা এলাকা পরিদর্শন ও ঝুঁকিপূর্ণ মানুষের অনুভূতি শুনেন ও জীবন জীবিকা কার্যক্রম অবলোকন করেন।
সেইসঙ্গে তিনি লিঙ্গ সমতা এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দুর্যোগকবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সংসদ সদস্য মো. রশীদুজ্জামানসহ সরকারি কর্মকর্তারা। দুপুর ১২টার পর তিনি পুনরায় হেলিকপ্টারে করে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা করেন।