দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৭ পিএম, ১৬ মার্চ,শনিবার,২০২৪ | আপডেট: ০৯:০৪ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দিনাজপুরের ফুলবাড়ীতে রডবাহী ট্রাকের সঙ্গে মুরগির খাদ্য বহনকারী কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে যান দুটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বেজাই মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- রংপুর জেলার গংগাচড়া উপজেলা সদরের বাবু রায়ের ছেলে কাজি ফার্মের মুরগির খাদ্যবাহী কাভার্ডভ্যানের চালক পলাশ রায় (৩৬), তার সহকারী গোপালগঞ্জের বাসিন্দা খায়রুল আলম (২৫) এবং রডবাহী ট্রাকের চালকের সহকারী শাহেদ আলী (৩২)। এদের মধ্যে ভ্যানের চালক পলাশ রায়ের অবস্থা গুরুতর।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার বেজাই মোড় নামের স্থানটি ফুলবাড়ীর সংলগ্ন হলেও এটি পার্বতীপুর থানা এলাকার মধ্যে পড়েছে। তাই পার্বতীপুর থানা পুলিশ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন। তবে সড়কের যানজট সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে ফুলবাড়ী থানা পুলিশ কাজ করেছে।